Phone: 0791 62817 Email: sdc.meherpur@gmail.com

অধ্যক্ষের কলম থেকে

শিক্ষা জাতীয় জীবনের সর্বমুখী উন্নয়নের পূর্বশর্ত। আর দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত জনশক্তি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করাই আমাদের অন্যতম লক্ষ্য।

সময়ের দাবী ও কর্তব্যবোধের তাড়নায় অনুপ্রাণিত হয়ে এক বজ্রকঠিন অঙ্গীকারের মধ্য দিয়ে ‘ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর’ এর পথচলা শুরু। একটি এলাকার উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, জনগণের সহযোগিতা ও সুশীল সমাজের দায়িত্ব অপরিসীম।

মেহেরপুর একটি ঐতিহাসিক জেলা , শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, শিল্প ও বাণিজ্যে বিশ্বমানের মহাসড়কের সাথে যুক্ত হয়ে সকল প্রকার পশ্চাৎপদতা থেকে উত্তোরণের লক্ষে আমরা গড়ে তুলেছি একটি যুগোপযোগী ব্যতিক্রমী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।

১৯৯৪ খ্রীঃ কলেজটি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকার উচ্চতর বিদ্যাপীঠ হিসেবে নিজের সুনাম অক্ষুন্ন রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেকেই এখন বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ,সাধারণ সরকারী বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা , সেনা অফিসার ও রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং হচ্ছেন ।

মুক্তিযুদ্ধের সুতিকাগার হাজার বছরের প্রাচীন জনপদ মেহেরপুর জেলার স্বনামধন্য ‘ছহিউদ্দিন ডিগ্রি কলেজ’ শহরের প্রাণ কেন্দ্র থেকে এক কি.মি. উত্তরে কাথুলি সড়কের পশ্চিম পাশে অবস্থিত।

প্রকৃতির বাতাসে ভরপুর সবুজ শ্যামলের সমারোহে দিগন্ত বিস্তৃত সুবিশাল ক্যাম্পাসটি ফলজ, বনজ, ঔষধী ও বাহারী পুষ্পরাজির এক মহামিলনে স্নাত হয়ে স্বগৌরবে মাথা উঁচু করে শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে চলেছে।

খনির ভিতর সুন্দর মসৃন হীরা পাওয়া যায়না, সেটিকে মসৃন করে নিতে হয়। তেমনিভাবে কলেজটি সেরার সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এখানে কিছু সুযোগ্য মাস্টার ট্রেইনার এবং একঝাঁক উচ্চ শিক্ষিত মেধাবী, দক্ষ ও গুণী শিক্ষক রয়েছেন। যাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মপ্রত্যয়ী, সুশিক্ষিত ও ২২ শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ। তাইতো এ লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং নিরন্তর পথ চলাকে বেগবান করা লক্ষ্যে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।

মোঃ একরামুল আযীম
অধ্যক্ষ, ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মেহেরপুর।