Phone: 0791 62817 Email: sdc.meherpur@gmail.com

Notice

Short Syllabus HSC_2023 ******* Board Examination Routine HSC_2022******** একাদশ শ্রেণির বর্ষসমাপনী পরীক্ষার রুটিন 2022******* ***ছহিউদ্দিন ডিগ্রী কলেজ মেহরে পুর এ 2022 সালে স্নাতক শ্রেণিতে ভর্তি চলছে

ছহিউদ্দিন ডিগ্রি কলেজ সম্পর্কে

স্বাধীন বাঙালি জাতির যে রক্তিম সূর্য একদিন ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে অস্তমিত হয়েছিল। তারপর এ জাতি অন্ধকারে নিমজ্জিত হয়। সেই অন্ধকার থেকে আলোতে উত্তরণের জন্য বাংলোদেশের সবুজ আঁচল সন্তানের রক্তে ভিজে হয়েছিল টকটকে লাল। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয়দফা, ঊনসত্তরের গণ আন্দোলন, সত্তরের নির্বাচন সর্বোপরি ১৯৭১ এর ৭ই মার্চের উত্তাল জনসমূদ্র পেরিয়ে দীর্ঘ নয় মাসের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া সূর্য আবার পলাশীর মাত্র চল্লিশ মাইল দূরবর্তী আমাদের গৌরব স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরের আম্রকাননে উজ্জ্বল সম্ভাবনা নিয়ে উদিত হয় ১৯৭১ সালে।

ভৌগলিক দিক দিয়ে পলাশী থেকে মুজিবনগরের দূরত্ব খুব বেশি না হলেও ডুবে যাওয়া স্বাধীনতার সূর্যকে গতি দিতে সময় লেগেছে প্রায় ২২৫ বছর। এ দীর্ঘ সময়ে পানি গড়িয়েছে অনেক দূর।

শেখ ফরিদের আশীর্বাদপুষ্ট মেহেরপুর মহকুমা হিসেবে স্বীকৃতি লাভ করে ১৮৫৭ সালে। তৎকালীন মেহেরপুর মহকুমা মেহেরপুর সদর, গাংনী, করিমপুর ও তেহট্ট – এ চারটি থানা নিয়ে যাত্রা শুরু করে। ১৯৪৭ সালে দেশ ভাগের ফলে করিমপুর ও তেহট্ট থানা ভারতের অধীনে চলে যায়। ফলশ্রুতি স্বরুপ মেহেরপুর মহকুমা পূর্ব পাকিস্তানের সবচেয়ে ছোট এবং সীমান্তবর্তী মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করে।

অপার সম্ভাবনাময় পৃথিবীতে প্রতিনিয়তই চলছে দিন বদলের পালা। সময়ের সাথে প্রগতির পথে বিবর্তনের ধারায় মানুষ তার নিজ স্বপ্নকে বাস্তবায়নের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় জমিদারী প্রথা বিলুপ্তির সাথে সাথে জমিদার শ্রেণি ও অবস্থাসম্পন্ন লোকেরা মেহেরপুর ছেড়ে অন্যত্র চলে যায়। এসব নানাবিধ কারণে মেহেরপুর মহকুমার জনগোষ্ঠী শিক্ষা-সংস্কৃতি, খেলাধুলা এবং অর্থনীতির দিক থেকে হয়ে ওঠে পশ্চাৎপদ। আর এ অনগ্রসরমান জনপদের চাহিদানুযায়ী এ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে হাতেগোনা কয়েকটি।

অতপর তথ্য প্রযুক্তির বিশ্বে ক্রমর্ধমান জনগোষ্ঠীর ব্যাপকতা সামাজিক ও রাজনৈতিক রেনেসাঁর প্রেক্ষাপটে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন কল্পে মেহেরপুর পৌরসভার তৎকালীন চেয়ারম্যানের সার্বিক তত্বাবধান ,সকল শ্রেণির পেশাজীবী ও রাজনীতিক ব্যক্তিবর্গ এবং এতদাঞ্চলের শিক্ষানুরাগী মানুষের সার্বিক সমর্থন ও সহযোগিতায় ১৯৯৪ সালে মেহেরপুর বড়বাজার থেকে এক কিলোমিটার উত্তর-পশ্চিমে শহরের কোলাহলমুক্ত, ছায়াশীতল নিরিবিলি পরিবেশে আত্মপ্রকাশ ঘটে ঐতিহ্যবাহী মেহেরপুর পৌর কলেজের।

সেই থেকে হাটি-হাটি পা-পা করে কলেজটি স্বমহিমায় মাথা উঁচু করে শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে। পরবর্তীতে কালপরিক্রমায় সুমহান প্রয়োজনের তাগিদে অত্র কলেজের সকল শিক্ষকের ঐক্যমতের ভিত্তিতে ২০২০ সালে মেহেরপুর-১ আসনের তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর ১৯৭৫-এ নবসৃষ্ট মেহেরপুর জেলার গভর্ণর ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের পিতা মরহুম ছহিউদ্দিন বিশ্বাসের নামে “ছহিউদ্দিন ডিগ্রি কলেজ”, মেহেরপুর নাম ধারণ করে মেহেরপুর জেলা সদরের অন্যতম সেরা কলেজ হিসেবে তার যাত্রা অব্যাহত রেখেছে।

নৈসর্গিক সৌন্দর্যর এক অপার লীলাভূমি ছহিউদ্দিন ডিগ্রি কলেজ প্রায় ৩.০০ একর জমির উপর অবস্থিত। এর দক্ষিণ-পূর্ব দিকে আমঝুপি নীলকুঠি ও কাজলা নদী, পশ্চিমে ভৈরব নদ, দক্ষিণ-পশ্চিমে ভেরব নদ বিধৌত মেহেরপুর সদর থানা ও বলরাম হাড়ির মন্দির, উত্তর-পশ্চিমে স্বামী নিগমানন্দের স্বরশতী আশ্রম, উত্তরে কাথুলি সীমান্ত বিজিবি ক্যাম্প, উত্তর-পূর্ব দিকে ভাটপাড়া নীলকুঠি, দক্ষিণে জেলা শহর অবস্থিত।

একাডেমিক ভবন, গ্রন্থাগার ভবন, আইসিটি ভবন ও প্রশাসনিক ভবন মিলে চারটি ভবনের সমন্বয়ে কলেজটি নয়নাভিরাম নানা রকম বনবিথী দ্বারা বেষ্টিত হয়ে পাখির কলকাকলিতে মুখরিত পরিবেশে শিক্ষার আলো ছড়াচ্ছে। কলেজের মূল ভবনের সামনে রয়েছে খেলার মাঠ। পশ্চিমে কলেজের শহীদ বেদি ও একই দিকে আরও কিছু দূরে শাহভালাইয়ের দরগা। কলেজের প্রবেশদারের ডান হাতেই রয়েছে আইসিটি ভবন। এ ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও আইসিটি ল্যাব, চতুর্থ তলায় রয়েছে সম্মেলন কক্ষ। আরও রয়েছে ৮টি ডিজিটাল ক্লাস রুম। এর পশ্চিমে রয়েছে প্রশাসনিক ভবন। এ ভবনেরে নীচ তলায় অফিস কক্ষ ও ভূগোল ল্যাব, দ্বিতীয় তলায় অধ্যক্ষের কক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ ও তার পাশে উপাধ্যক্ষের কক্ষ। এর পরের ভবনটি গ্রন্থাগার ভবন। যার নিচে রয়েছে নান্দনিক অবকাঠামোযুক্ত বিশাল লাইব্রেরি, দোতলায় শিক্ষক লাউঞ্জ ও তৃতীয় তলায় হলরুম। একেবারে পশ্চিমে রয়েছে তিনতলা বিশিষ্ট আনোয়ারুল ইসলাম একাডেমিক ভবন। এ ভবনে রয়েছে বিজ্ঞান বিভাগের বিজ্ঞানাগার ও শ্রেণিকক্ষ।

বিশেষ কারণ বা জরুরী অবস্থায় অনলাইন ক্লাস পরিচালনার জন্য রয়েছে ডিজিটাল স্টুডিও। দক্ষ শিক্ষকগণ সেখানে ভার্চুয়ালি ক্লাস নিয়ে থাকেন।

শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী, দক্ষ সংগঠক ও শৃঙ্খলাবোধ সম্পন্ন করে গড়ে তোলার জন্য রয়েছে রোভার গ্রুপ।

কোর্স বিবরণঃ

স্নাতক শ্রেণিঃ বিএ, বিএসএস, বিএসসি ও বিবিএস।

উচ্চ মাধ্যমিক শ্রেণিঃ মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা।

স্টাফঃ

সুবিশাল কলেজটিতে অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিভিন্ন বিভাগে রয়েছে মোট ৩৩ জন শিক্ষক। এছাড়াও রয়েছে ১ জন শারীরিক শিক্ষা শিক্ষক, ১ জন গ্রন্থাগারিক, ১ জন সহকারী গ্রন্থাগারিক, ২ জন প্রদর্শক, ৩ জন অফিস সহকারী, ৪ জন ল্যাব সহকারী, ৭ জন অফিস সহায়ক, ১ জন নৈশ প্রহরী, ১ জন পরিচ্ছন্ন কর্মী ও ১ জন নিরাপত্তা প্রহরী।

অধ্যক্ষের বাণী

শিক্ষা জাতীয় জীবনের সর্বমুখী উন্নয়নের পূর্বশর্ত। আর দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সুশিক্ষিত জনশক্তি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে শিক্ষার্থীদের অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করাই আমাদের অন্যতম লক্ষ্য।

সময়ের দাবী ও কর্তব্যবোধের তাড়নায় অনুপ্রাণিত হয়ে এক বজ্রকঠিন অঙ্গীকারের মধ্য দিয়ে ‘ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর’ এর পথচলা শুরু। একটি এলাকার উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, জনগণের সহযোগিতা ও সুশীল সমাজের দায়িত্ব অপরিসীম।

মেহেরপুর একটি ঐতিহাসিক জেলা , শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, শিল্প ও বাণিজ্যে বিশ্বমানের মহাসড়কের সাথে যুক্ত হয়ে সকল প্রকার পশ্চাৎপদতা থেকে উত্তোরণের লক্ষে আমরা গড়ে তুলেছি একটি যুগোপযোগী ব্যতিক্রমী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।

১৯৯৪ খ্রীঃ কলেজটি প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকার উচ্চতর বিদ্যাপীঠ হিসেবে নিজের সুনাম অক্ষুন্ন রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেকেই এখন বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ,সাধারণ সরকারী বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা , সেনা অফিসার ও রাজনীতিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং হচ্ছেন ।

মুক্তিযুদ্ধের সুতিকাগার হাজার বছরের প্রাচীন জনপদ মেহেরপুর জেলার স্বনামধন্য ‘ছহিউদ্দিন ডিগ্রি কলেজ’ শহরের প্রাণ কেন্দ্র থেকে এক কি.মি. উত্তরে কাথুলি সড়কের পশ্চিম পাশে অবস্থিত।

প্রকৃতির বাতাসে ভরপুর সবুজ শ্যামলের সমারোহে দিগন্ত বিস্তৃত সুবিশাল ক্যাম্পাসটি ফলজ, বনজ, ঔষধী ও বাহারী পুষ্পরাজির এক মহামিলনে স্নাত হয়ে স্বগৌরবে মাথা উঁচু করে শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে চলেছে।

খনির ভিতর সুন্দর মসৃন হীরা পাওয়া যায়না, সেটিকে মসৃন করে নিতে হয়। তেমনিভাবে কলেজটি সেরার সেরা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এখানে কিছু সুযোগ্য মাস্টার ট্রেইনার এবং একঝাঁক উচ্চ শিক্ষিত মেধাবী, দক্ষ ও গুণী শিক্ষক রয়েছেন। যাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে আত্মপ্রত্যয়ী, সুশিক্ষিত ও ২২ শতকের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ। তাইতো এ লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং নিরন্তর পথ চলাকে বেগবান করা লক্ষ্যে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।

1317+

Students

38+

Teachers

14+

Staff

4+

Computer Lab

News & Events

All News & Events of Sohiuddin Degree College

ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মেহেরপুর নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী।

15 August, 2022

ছহিউদ্দিন ডিগ্রি কলেজ মেহেরপুর নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী। দিবসটি উপলক্ষে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ একরামুল আযীম এর নেতৃত্বে সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা/কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Formal Meeting with State Minister

10 August, 2022

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্রী জনাব অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মহোদয়, নিজ বাসভবনে ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্যারের নেতৃত্বে অন্যান্য শিক্ষকদের সাথে মেহেরপুরের শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন
## ০৯.০৮.২০২২ শুক্রবার

বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই

12 September, 2022

বর্ষিয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সৈয়দা
সাজেদা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ফরিদপুর–২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।তাঁর মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি।
------ ছহিউদ্দিন ডিগ্রি কলেজ পরিবার মেহেরপুর

শেখ রাসেল দিবস

19 October, 2022

ছহিউদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুরের পক্ষ থেকে শেখ রাসেল দিবস পালন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

Online Class

List of Online Classes

STUDENT ALUMNI

Students of Alumni Association

ALUMNI

Md Moshiur Rahman

2007-2008
Batch-2009
ALUMNI

Md. Saddam Hossien

2007-2008
Batch 2009